২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

ঢাকায় ১১ ঘণ্টা পর মুঠোফোনে ইন্টারনেট সেবা চালু

     

১১ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা বিভাগে মুঠোফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল চারটা থেকে মুঠোফোনে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা চালু করা জন্য বলা হয়। এরপর বিকেল সাড়ে চারটার দিকে গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেন।

অপারেটর সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগে বিকেল পাঁচটা ও খুলনা বিভাগে সন্ধ্যা ছয়টা থেকে ইন্টারনেট সেবা স্বাভাবিক করার জন্য বলা হয়েছে।

তবে অন্য বিভাগগুলোতে কখন মুঠোফোনে ইন্টারনেট সেবা চালু হবে, তা জানা যায়নি।এর আগে আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মুঠোফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। সমস্যাটি বেশিক্ষণ থাকবে না।’সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply