১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:০৭/ রবিবার
মে ১৯, ২০২৪ ২:০৭ পূর্বাহ্ণ

শহর সমাজসেবার উদ্যোগে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণকালে প্রধান অতিথি জিয়াউদ্দিন বাবলু বর্তমান সরকার প্রতিবন্ধীদের সাহায্যে কাজ করে যাচ্ছে

     

 

শহর সমাজসেবা কার্যালয়-৩ চট্টগ্রামের উদ্যোগে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ আজ দুপুর ১২টায় দেবপাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শহর সমাজসেবা কার্যালয়-৩ এর সমাজসেবা অফিসার কামরুল পাশা ভূঁইয়ার স্বাগত বক্তব্যে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বন্দনা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু। বিশেষ অতিথি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুর্শেদ হোসাইন, সমাজসেবা প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান চট্টগ্রামের উপ-পরিচালক শহিদুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী, সমন্বয় পরিষদ-৩ এর কোষাধ্যক্ষ ও মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, সমাজসেবা সদস্য হাসান মুরাদ, সদস্য মো. আবু তাহের, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম শফি, উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন, সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরা প্রশিক্ষণের মাধ্যমে দেশে উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে পারে। তাই তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply