২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

     

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে অসহায় গ্রামবাসীর জায়গা সম্পদ দখল ও আট কোটি টাকা আত্মসাতের চেয়ারম্যান কবির নিজামীর শাস্তির সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে অসহায় গ্রামবাসীর জায়গা সম্পদ দখল ও আট কোটি টাকা আত্মসাতের ঘটনায় দূর্নীতিবাজ চেয়ারম্যান কবির নিজামীর শাস্তির দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী চট্টগ্রামের মীরসরায়ে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের অত্যাচারী জুলুমবাজ ইউপি চেয়ারম্যান নামধারী কসাই দুর্নীতিবাজ কবির নিজামী ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আওয়ামীলীগ সরকারের ছত্রছায়ায় থেকে স্থানীয় সাংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আতœীয়ের পরিচয় দিয়ে ইউপি চেয়ারম্যানের পদাধিকার বলে গোটা মীরসরাইয়ে উক্ত জুলুমবাজ সংখ্যালঘুদের উপর হামলাকারী নির্যাতনকারী অগ্নিসংযোগ দিয়ে বাড়ী-ঘর পুঁড়িয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়ের জায়গা সম্পদ থেকে শুরু করে নিরীহ জনগণের জায়গা সম্পদ দখল করে ইতিমধ্যে বিত্তভৌরবের মালিক বনে গেছেন। এ সময়ের যে নিজামীর পরিবার নুন আনতে পান্তা ফুরাত- কেবলমাত্র ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে চেয়ারম্যানের আসনে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের লক্ষ লক্ষ টাকা আগাম তুলে সরকারের আর্থিক তহবিলে লুটপাট করে খাচ্ছে। শুধু তাই নয়;

 

উক্ত ১নং অভিযুক্ত কবির আহম্মদ নিজামী, বর্তমানে চেয়ারম্যান, ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ, পিতা- জাফর আহম্মদ নিজামী, ২। আবুল হোসেন বাবুল, পিতা- মৃত জরুল হক, ৩। তজু মেম্বার, পিতা- দিগাদশ্বর বড়–য়া, ৪। সমসু দৌহা মেম্বার, পিতা- রহমান মিস্ত্রি, ৫। মোশাররফ হোসেন, পিতা- অজ্ঞাত, ৬। আজমল খান সুলন, পিতা- অজ্ঞাতসহ আরো ৫/৭ জন রয়েছে। যাদের দেখিলে চিনিব। সর্বসাং- ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ, ৪নং ওয়ার্ড, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম। বিবাদীগণ অত্র ইউনিয়নের বাসিন্দা ডাকাত ও অস্ত্র-মাদক ব্যবসায়ী বটে। অত্র সংঘবদ্ধ চক্রে গডফাদাার হলো ১নং অভিযুক্ত কবির আহম্মদ নিজামী, বর্তমানে চেয়ারম্যান, ১৩নং মায়ানী ইউনিয়ন পরিষদ। আমাদের পূর্ব পুরুষদের জায়গা মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরীতে অবস্থিত। এই জায়গা আমাদের দখলে থাকা স্বত্বেও সন্ত্রাসী চেয়ারম্যান বাহিনী প্রতিনিয়ত আমাদের উপর হামলা নির্যাতন মামলা চালিয়ে আমাদের পরিবার পরিজনকে মীরসরাই থেকে বিতাড়িত করার মানসে প্রতিনিয়ত হুমকি ধমকি প্রদান করে যাচ্ছে। অন্যদিকে উক্ত জায়গা আবুল হোসেন বাবুল নামক চেয়ারম্যান থেকে একটি ভুয়া মিথ্যা বানানো প্রত্যয়ন পত্র এনে তার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের জায়গা সম্পদ দখলের নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। শুধূ আমি একা নয়, আমার মতো অসংখ্য লোকের জায়গা সম্পদ জোর জবর দস্তী দখল করে তাতে ঘর বাড়ী নির্মাণ সহ নিজেেেদর দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। তারই সুবাদে গত ২৭/০৬/২০২১ ইং তারিখে রহস্যজনক ভাবে আমাকে মোবাইলে ফোন করে কথা আছে বলিয়া মন্ত্রীর আতœীয়ের পরিচয়ে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান নামধারী অস্ত্রবাজ ক্যাডার বাহিনী পরিচালনাকারী গডফাদার কবির আহম্মদ নিজামী দূর্গাপুর বোর্ড অফিসে আমাকে ডেকে নিয়ে যায়। সেখান থেকে পূর্বপরিকল্পিতভাবে ব্যক্তিগত কথা আছে বলিয়া আমাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া চক্ষু হাসপাতালের একটি নির্জন কক্ষে আমার উপর শারীরিক নির্যাতন চালিয়ে জোর পূর্বক আমার কাছ থেকে একটি সাদা নন জুড়িশিয়াল ষ্ট্যাম্পে ও ব্যাংক চেকে স্বাক্ষর নেয়ার জোর চেষ্টা করে। এতে আমি বাঁধা দিলে তাহাদের লালিত সন্ত্রাসী স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিচয় দিয়ে চেয়ারম্যান নামধারী জুলুমবাজ কবির আহম্মদ নিজামী আমাকে হুমকি ধমকি দিয়ে বলে যে, তুই মরে গেলেও তুর কোন নিস্তার নেই, কিন্তু সন্ত্রাসীরা তাতেও আমাকে রেহাই দেয়নি। তখন কবির আহম্মদ নিজামী তার সন্ত্রাসী রূপধারণ করে আমাকে বলে, কিভাবে স্বাক্ষর নিতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই বলে এক পর্যায়ে স্বাক্ষর দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি আমাকে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিতে দস্তাদস্তি করে। পরক্ষণে আমার আতœচিৎকারে আশপাশের লোকজন আমাকে উদ্ধার করতে এলে ঘটনাস্থল থেকে আসামীগণ পালিয়ে যান। এ ব্যাপারে আমি মাননীয় আদালত মোকামে একটি মামলা দায়ের করি- যার মামলা নং ৩৭/২০২১ ইং। এ বিষয়ে মামলার বাদী সাবেক ইউপি চেয়ারম্যান বদিউল আলম সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কন্ঠে ঘটনার বিচার চেয়ে জোর দাবী জানান। অন্যদিকে নামজারী জমাভাগ খতিয়ান নকল করে জায়গা দখল ও অর্থ আতœসাতের অভিযোগে জনৈক হারুনা বেগম, পিতা- হাজী এছাক মিয়া, স্বামী- নুরুল আলম, সাংÑ শেখ আকনের বাড়ী, পশ্চিম মায়ানী, মীরসরাই চট্টগ্রাম তিনি কবির আহম্মদ নিজামীসহ ৭ জনকে আসামী করে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালত, চট্টগ্রামের একটি সিআর মামলা করে। যার ৮১/২১, মীরসরাই -ফৌজদারী অভিযোগ। অভিযোগে উল্লেখ করা হয় অভিযুক্ত মামলার প্রধান আসামী কবির আহম্মদ নিজামীসহ ৭ জনকে আসামী করে বাদীনির পৈত্রিক সম্পত্তির নামজারী খতিয়ান জমাভাগের তথ্য গোপন করিয়া জাল কাগজপত্র দলিল, ওয়ারিশ সনদপত্র জালিয়ার মাধ্যমে আসামীগণ বঙ্গবন্ধু শিল্পনগরীর জমি অধিগ্রহণের টাকা আত্মসাৎ করার পায়ঁতারা চালায়। নামজারী জমাভাগ মামলা নং- ৫১৭৯/১৬, তারিখঃ ০৭/১১/২০১৬ ইং মূলে নামজারী খতিয়ান ২২০৮ সৃজন করেন। উক্ত অভিযুক্ত ব্যক্তিরা বাদীনির পৈত্রিক সম্পত্তির নামজারী জমাভাগ খতিয়ান জাল সৃজন করিয়া, তথ্য গোপন করিয়া, মিথ্যা ওয়ারিশ সনদ প্রচার করিয়া, মিথ্যা তথ্য দিয়ে নামজারী খতিয়ান সৃজন করিয়া, বাদীনি হারুনা বেগমের পিতা এছাক মিয়ার কিছু ওয়ারিশ এর নাম বাদ দিয়ে ভূমি অধিগ্রহণের জন্য ৫,২২,৯৩,৩৪৭/= (পাঁচ কোটি বাইশ লক্ষ তিরানব্বই হাজার তিনশত সাতচল্লিশ) টাকা আতœসাৎ করিয়া পেনাল কোডের ৪৬৭/৪০৮/৪৭১/৪১৯/৪২০/৪০৯/৩৪ ধারা শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন মর্মে মামলা দায়ের করেন বাদীনি হারুনা বেগম। যার ৮১/২১, মীরসরাই -ফৌজদারী অভিযোগ, তারিখ ঃ ০২/০৬/২০২১ ইং। অপরদিকে, জনৈক এক ব্যক্তির কাছ থেকে এ ধরণের প্রতারণার মাধ্যমে বঙ্গবন্ধু শিল্পনগরীর ভূমি অধিগ্রহণের প্রায় পৌনে তিন কোটি টাকা আত্মসাৎ করার গুরুত্বর অভিযোগ এসেছে কবির নিজামীর বিরুদ্ধে। গত ২৮/০৩/২০২১ ইং তারিখে মীরসরাই উপজেলার মধ্যম মায়ানীর ২নং ওয়ার্ড মনভুঁইয়া পাড়া শীল বাড়ীতে হামলা চালিয়ে কবির আহমদ নিজামীগং জয়দেবশীল, পিতা- মৃত সাধন চন্দ্র শীল, সাং- মধ্যম মায়ানী, ২নং ওয়ার্ড, মীরসরাই, চট্টগ্রাম উক্ত অভিযুক্ত কবির আহম্মদ নিজামীর বিরুদ্ধে মৌরশী সম্পত্তি জোর জবর দখলের অভিযোগ এনে কবির আহম্মদ নিজামীসহ ৫ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, যাহার নং ৩৫০/১২ ইং। মামলার নোটিশ পাওয়ার পর থেকে কবির আহম্মদ নিজামী ও তার সংঘবদ্ধ ক্যাডার হিন্দু সংখ্যালঘু পরিবারের উপর হামলা দিয়ে লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটালেও বীরদর্পে উক্ত অভিযুক্ত নামধারী কবির আহম্মদ নিজামী স্থানীয় সাংসদ মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রভাব খাটিয়ে তার নাম ভাঙিয়ে গোটা মীরসরাইয়ে ত্রাসের রাজত্ব খায়েম করে যাচ্ছে। মীরসরাই বাসী নামধারী কবির আহম্মদ নিজামীর হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সিএমপি পুলিশ কমিশনারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের একান্ত সহযোগিতার মাধ্যমে ডাকাত নামধারী কবির আহম্মদ নিজামীর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে চেয়ারম্যানের পদাধিকার পথ থেকে বাংলাদেশ স্থানীয় সরকার মন্ত্রণায়ের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অতিশয় বহিস্কারসহ আইনী পদক্ষেপের জোর দাবী জানিয়েছেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply