২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

মানবিকতায় অবদান রাখায় পারভেজকে স্থানীয় প্রশাসনের পুরষ্কার প্রদান

     

নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দিতে মানবিকতায় বিশেষ অবদান রাখায় দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মোঃ পারভেজ মিয়াকে সনদ ও আর্থিক অনুদান প্রদান করেছেন স্থানীয় প্রশাসন। ১০ জুলাই সোমবার দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তাকে সনদ ও আর্থিক অনুদান প্রদান করেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন। এসময় দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ^াস, দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রনজন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৭ জুলাই শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডের পাশে অর্ধ্বশতাধিক যাত্রী নিয়ে ডোবায় পড়ে যায় ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস নামের একটি বাস। এই দুর্ঘটনাটি উপস্থিত লোকজন যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিলেন, ঠিক তখনই এই পারভেজ মিয়া মহানায়কের মত জীবনের ঝুঁকি নিয়ে পঁচা ও ময়লা-আবর্জনার এই ডোবার পানিতে তাৎক্ষণিক লাফিয়ে পড়েন এবং দ্রুত গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে ভিতরে থাকা যাত্রীদের বের হয়ে আসতে সহযোগিতা করেন। শুধু তাই নয়, তিনি পানির নিচে গাড়ির ভিতরে থাকা ৭ মাসের এক শিশুকেও উদ্ধার করকে সক্ষম হন। পরে গাড়ির ভিতরে আটকা পড়া ৫ নারীসহ ১০/১২ জন যাত্রীকে উদ্ধার করে পারভেজ সাহসীকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply