২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:০২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:০২ পূর্বাহ্ণ

সায়ডার এর সহযোগিতায় নিরাশ্রয় প্রতিবন্ধী শিশুর ভিকটিম সেন্টারে আশ্রয়

     

 

 

অদ্য ৯ জুলাই, ২০১৭ইং তারিখে আনুমানিক ৭ (সাত) বছরের একটি বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুকে বেসরকারি উন্নয়ন সংস্থা সায়ডার এর সহযোগিতায় হালিশহর থানায় হস্তান্তর করা হয়। অতঃপর হালিশহর  থানার জিডি নং-৪২০ তারিখ  ০৯-০৭-২০১৭ইং মুলে ডবলমুরিং থানার ভিকটিম সেন্টারে প্রেরণ করা হয়।
বিগত ২৭ জুলাই, ২০১৭ইং রাত আনুমানিক ১১ ঘটিকায় হালিশহর থানা রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকা প্রধান সড়কে সায়ডার অফিসের নিকটতম স্থানে উক্ত বহুমাত্রিক শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। অতঃপর স্থানীয় লোকজন ইলিয়াছ জমিদার কলোনীর মোছা: আলেয়াকে সাময়িকভাবে শিশুটিকে দেখ ভালের অনুরোধ করে। এসময় স্থানীয় লোকজন শিশুটির পিতা-মাতার কোন খোঁজ না পেয়ে গত ০৬ জুলাই, ২০১৭ইং সায়ডার সংগঠনের সাহায্য চায়। সায়ডার কর্তৃপক্ষ মহিলাটিকে ৯ জুলাই, ২০১৭ইং তারিখ অফিস আদালত খোলা পর্যন্ত শিশুটিকে আর্থিক সহায়তায় দেখভালের পুনঃ অনুরোধ করেন। অতঃপর  ৯ জুলাই, ২০১৭ইং তারিখ সায়ডার এর ট্রেজারার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে হালিশহর থানায় শিশুটিকে হস্তান্তর করা হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply