২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:০৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ

লামা পৌরসভা অগ্রগতির ৫ বছর

     

লামা সংবাদদাতা : ১৮ অক্টোবর
লামা পৌরসভা অগ্রগতির ৫ম বছর পার করতে যাচ্ছে। কার্পেটিং, আরসিসি সড়ক, ব্রিজ নির্মাণ, সড়ক বাতি স্থাপন, ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন থেকে শহর রক্ষা ও উন্নয়নসহ জনকল্যাণকর ব্যাপক কর্মকান্ড সাধিত হয়েছে গত ৫ বছরে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বিশেষ আন্তরিকতায় ৩য় শ্রেণির পৌরসভাটি ২য় শ্রেণিতে উন্নীত করণ করা হয়েছে। পৌরবাস টার্মিনাল নির্মাণ, পৌরভবনের সুন্দৌর্য বর্ধন, শহরের অলিগলিতে আরসিসি রাস্তা, ওয়ার্ডগুলোতে সড়ক ও বিদ্যুৎ উন্নয়ন নজরে পড়ারমতো। পার্বত্য মন্ত্রীর আনুকল্যতায় আগামীতে লামা পৌরসভায় বিশাল ব্যায়ে টেকসই বিশুদ্ধ পানি শোধনাগার ও সরবরাহ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। এছাড়া প্রায় শত কোটি টাকা ব্যায়ে মাতামুহুরী নদীর ভাঙ্গনরোধে বøকবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নেতৃত্বের সমন্বয় থাকলে যে কোন এলাকায় উন্নয়নের চাকা বেগবান থাকে। তার সুফলও জনগন ভোগ করতে পারে। আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার ফলে, বিগত ৫ বছরে পৌরসভার দৃশ্যমান উন্নয়ন; লামার কাঙ্খিত মান প্রতিষ্ঠিত হয়েছে। যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে তা সম্পন্ন হলে লামা পৌর শহরটি আধুনিক রুপ লাভ করবে। শহরবাসীকে বন্যামুক্ত বা বন্যার ক্ষতি থেকে রক্ষার জন্য পার্বত্য মন্ত্রীর বিশেষ পরিকল্পনায় নানান কর্মযজ্ঞ চলছে। এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে আদর্শগত নেতৃত্বের চমৎকার সমন্বয়। যার ফলশ্রæতিতে লামা উপজেলায় অতিতের যে কোন সময়ের চেয়ে বস্তুগতভাবে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ ব্যাবস্থায় বিস্তার লাভ করায় মানুষের মৌলিক উন্নয়ন ঘটতে চলছে। যোগ্য-আদর্শ, অসাম্প্রদায়িক চেতণার নেতৃত্ব’র ধারাবাহিকতা অব্যাহত থাকলে, লামা পৌর শহর ও উপজেলার আরো ব্যাপক উন্নয়ন হবে বলে সাধারণ মানুষ করে করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply