২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন

     

মুহাম্মদ রবিউল আলম রবিন ।। আনোয়ারা প্রতিনিধি
 চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভরাশঙ্খ খালে নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এম পি এবং ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এম পি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন কৃষি সচিব নাসিরুজ্জামান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। হাইড্রোলিক ড্যাম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএডিসির সদস্য পরিচালক ( ক্ষুদ্রসেচ) মোঃ আরিফ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা কৃষি অফিসার হাসানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল সাকিল, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেবসহ আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply