১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৪০/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

নাগপুরের সুগার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে মৃত ৫

     

শনিবার বারবেলায় মহারাষ্ট্রের নাগপুর জেলার একটি সুগার মিলে বয়লার বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণ ঘটে মানাস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কারখানায়। জানা গিয়েছে, উমরেদ তহসিলের বেলা গ্রামে ওই সংস্থার বায়োগ্যাস প্ল্যান্টের কাছেই শনিবার বেলা সওয়া ২টো নাগাদ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ কর্মীর। মৃতদের নাম মঞ্জেশ প্রভাকর নৌকারকার (২১), লীলাধর ওয়ামানরাও শেন্ডে (৪২), বাসুদেও লাডি (৩০), সচিন প্রকাশ ওয়াঘমারে (২৪) ও প্রফুল্ল পান্ডুরাং মুন (২৫)। এই পাঁচ জনেরই বাড়ি ওয়াদগাঁও গ্রামে। পুলিশ জানিয়েছে, সচিন ছিলেন ওয়েল্ডার। বাকিরা ওঁর হেলপার হিসেবে কাজ করতেন। বয়লার বিস্ফোরণের পরেই প্ল্যান্টের মধ্যে থেকে ঘন ধোঁয়া বেরোতে থাকে।পাঁচ জনই বিস্ফোরণে ঝলসে ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে সুগার মিল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার রাকেশ ওলা। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সবটুকু পড়তে ক্লিক করুন

 

শেয়ার করুনঃ

Leave a Reply