১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:১০/ রবিবার
মে ১৯, ২০২৪ ৭:১০ পূর্বাহ্ণ

ইউনিভার্স হিউম্যান রাইটস-এর ইফতার মাহফিল সম্পন্ন

     

ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের চট্টগ্রাম জেলার ডিজিএম মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন- যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, গুম ও খুন নিয়ে এই মানবাধিকার কাজ করে। এখানে আমাদের কোন লাভ নেই। বরং সাধারণ মানুষের অধিকার আদায়ে আমরা কাজ করে আনন্দ পাই। মানুষ সৃষ্টির সেরা জীব; এটা তাঁর কাজেই প্রমাণ করতে হবে। সংগঠনের সকল নেতৃবৃন্দ এক হয়ে আমরা কাজ করলে সমাজে সকল দুর্নীতি বন্ধ হয়ে যাবে। সিয়াম সাধনার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। উক্ত সংগঠনের হালিশহর থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে ওই সংগঠনের হালিশহর থানা শাখার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সামশুদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান, নির্বাহী মেম্বার মো. হাফেজ সৌরভ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কো-চেয়ারম্যান শাহনেওয়াজ, ভাইস চেয়ারম্যান মর্জিনা কালাম, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কমিটির মেম্বার আবদুল লতিফ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির উল্লাহ খান মনি, উক্ত সংগঠনের কো-চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান, মো. মামুন ভূঁইয়া, মজিবুল হক, সিনিয়র সেক্রেটারী করিম উল্লাহ, মজিবুর রহমান, চট্টগ্রাম জেলার নেতা আবদুল বারেক, বাদশা মিয়া, নিজাম উদ্দীন মীর, রুস্তুম আলী, নাসির উদ্দিন ও হাছান উদ্দিন ভূঁইয়া প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নেতা মো. জাহিদুল ইসলাম রাকিব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply