২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫২/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

হাতিয়ায় ৬টি ইউনিয়নে ২৩টি গ্রাম প্লাবিত

     

হাতিয়া প্রতিনিধি
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্নচাপের প্রভাবে ও পূর্ণিমা জোয়ারে ছয়টি ইউনিয়নের ২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভেঙ্গে এবং কিছু এলাকায় বাঁধ না থাকায় প্লাবিত হয়েছে এসব এলাকা। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম ক্ষতিগ্রসস্থ এলাকা পরিদর্শন করেছেন।
জানা গেছে, নিম্নচাপের প্রভাবে ও পূর্ণিমার জোয়ারে হাতিয়া নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, জাহাজমারা ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ২৪টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় পূর্ব থেকে বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি উঠে যায় এবং বেড়িবাঁধ ভেঙ্গে লক্ষাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে।
এছাড়া নিম্নচাপের কারণে হাতিয়া দ্বীপের সঙ্গে বাহিরের সকল নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে রবিবার বিকালে জাহাজমারা ইউনিয়নের কাদেরিয়া খালে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ৮ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply