২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২৪/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:২৪ পূর্বাহ্ণ

আলাউদ্দিন হোসেন’র দুটি ছড়া  

     

কৃষ্ণচূড়ার ঢং  
গাছে গাছে কৃষ্ণচূড়া
হাসে সারাবেলা
বৈশাখ হাওয়া উড়ে উড়ে
ভাসায় রঙিন ভেলা।
কৃষ্ণচূড়ার আগুনঝরা
ছড়ায় নানা রং
ইচ্ছেমতো যখন তখন
করে নানা ঢং।
রং মাখা ঢং দেখে
নাচে শিশু-কিশোর
বাংলাজুড়ে কৃষ্ণচূড়া
বসায় রঙের আসর।
রঙে ঢঙে বৈশাখ 
ভরদুপুরে গাছের ডালে
কৃষ্ণচূড়ার ঢং
রঙে ঢঙে বৈশাখী নাচ
সকল মনে রং।
কৃষ্ণচূড়ার দৃশ্য দেখে
বৈশাখ হাসে বনে
রঙে ঢঙে বৈশাখী সাজ
দেহ হৃদয় কনে।
শরীরজুড়ে রঙিন পোশাক
হাসিখুশি মন
কৃষ্ণচূড়ার হাসি দেখে
ভরে দেহ-মন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply