২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

স্মৃতির মেলায় নন্দীনি-১

     

সৈয়দ মুন্তাছির রিমন
নন্দীনি
আজ মনে পড়ে ভীষন
সেই দুরন্ত শৈশব কিংবা
হারিয়ে যাওয়া দিবসযামী,
হাইস্কুলের গন্ডি অত:পর
কলেজ লাইব্রেরির ইতিকথা।
নন্দীনি
তোমার কী মনে আছে?
সেদিন কয়েক ঘন্টা আগে
ব্যস্ততা শেষে বিছানায় নিদ্রা,
তবুও ফোন কল চলে আসে
অপর প্রান্তে অপেক্ষার নির্দেশ।
নন্দীনি
তোমার ডাকে সাড়া দিয়ে
কলেজের মুখরিত মগ্নতা ফেলে
দু’জনে অবলিল হারিয়ে গেলাম,
তোমার কথার নিউক্লিয়াসে
বাকরুদ্ধ সবুজ ক্যানভাস।
নন্দীনি
সেদিন কালো বোরকায়
তোমাকে বিষন সুন্দর লেগেছিল,
দু’চোখ ছাড়া কিছুই দেখা হয়নি
তবুও তোমাকে অনুভব করেছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply