২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৩৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:৩৪ পূর্বাহ্ণ

নববর্ষে দুইশ পরিবারে পূর্বা’র বৈশাখী উপহার

     

 

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে বাকলিয়ার
তিনটি বস্তিসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও মধ্যবৃত্ত
দুইশ পরিবারের মাঝে বৈশাখী উপহার ভালোবাসার থলে পৌছে
দেয় শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন-উন্নয়নমূলক সংগঠন পূর্বা।
১০ কেজি ওজনের প্রতিটি থলেতে ছিল চাল, আলু, বেগুন, মুলা,
লাউ, টমেটো, সাবান, মাস্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন
দ্রব্যসামগ্রী । এসময় পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন
চক্রবর্তী বিজয় বলেন, উপহারের বিশেষ কোনো ব্যাকরণ নেই।
করোনা কালে সৃষ্ট বিপর্যয়ের ফলে বাংলা নববর্ষের আনন্দ যাতে
ম্লান হয়ে না যায়, সেজন্য সমাজের সুবিধাবঞ্চিত ও মধ্যবৃত্ত
পরিবারের মাঝে  এই ভিন্নধর্মী বৈশাখী উপহার।
ইতিমধ্যেই আমাদের এক হাজার মাস্ক ও সাবান বিতরনের
কার্যক্রম সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না
হওয়া পর্যন্ত এই কার্যক্রমসমূহ চলমান থাকবে। বিতরণকালে
উপস্থিত ছিলেন পূর্বা’র উপদেষ্টা অধ্যক্ষ উত্তম কুমার আচার্য,
প্রকৌশলী মোহাম্মদ আলী, পূর্বা’র সদস্য মোঃ রুবেল, মোঃ
আরিফ, মোঃ আলী, মোঃ আরমান, মোঃ বাদশা, মোঃ ইমন, মোঃ
মুন্না, মোঃ আল আমিন, মোঃ ফরিদ, মোঃ রাসেল প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply