২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৪৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

     

চট্টগ্রামে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ৬৭ বছর বয়সী ওই রোগী বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলশনে আছেন।এর আগে করোনাভাইরাসে আক্রান্ত ওই বৃদ্ধ চট্টগ্রামের দামপাড়া এলাকায় বসবাস করছিলেন। তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন।

আজ শুক্রবার ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ ওই রোগীর বিদেশ ফেরত হিস্ট্রি নেই এবং বিদেশ ফেরত কারও সংস্পর্শেও আসেননি। বাসার বাইরেও যাননি । তিনি শ্বাসকষ্টের পুরানো রোগী। পাশাপাশি প্রেসার ও ডায়াবেটিসের সমস্যাও ছিল। গতকাল শ্বাসকষ্ট বেশি হওয়ায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। স্যাম্পল পাঠানোর পর আজকে পরীক্ষা করার পর করোনা পজিটিভ আসে। তবে এখন তিনি আগের চেয়ে ভালো আছেন।

গত বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম থেকে ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply