২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:২৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:২৩ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ কলেজের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি

     

আল-হেলাল,সুনামগঞ্জ 

“এসো বন্ধু এসো স্বজন/প্লাটিনাম জয়ন্তী হবে উদযাপন/নবীন প্রবীণের সেতুবন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ কলেজের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সুনামগঞ্জ সরকারী কলেজের ৭৫ বছর গৌরবোজ্জল বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৭ ও ২৮ মার্চ ২০২০ তারিখে “নবীন প্রবীণের প্লাটিনাম জয়ন্তী উৎসব” উদযাপন করা হবে। প্লাটিনাম জয়ন্তী উৎসবে অংশগ্রহন করতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাবেক শিক্ষার্থীরা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও বর্তমান শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ৩ কপি ছবি জমা দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রতিদিন (সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত) কলেজ প্রাঙ্গনে এবং (সন্ধ্যা ৬ টা হতে রাত ৯ টা পর্যন্ত)হোসেন বখত চত্বর,বক পয়েন্টে দেদারছে চলছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে ১০ মার্চ ২০২০ইং পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নানসহ কয়েকজন মন্ত্রী ও সরকারী দলের সকল সংসদ সদস্য এবং দেশ বিদেশের অনেক গুনীজন এই প্লাটিনাম জয়ন্তী উৎসবে অংশগ্রহন করবেন বলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply