২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৫৫ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে ১ হাজার দুস্হ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে 

সুনামগঞ্জে প্রায় এক হাজার দুস্হ অতি দরিদ্র পরিবারকে করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর মল্লিকপুর¯’ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এই  খাদ্য সহায়তা প্রদান কর্মসুচির উদ্বোধন করেছেন জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্হানীয় সরকার বিভাগের উপ -পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। এ সময় জেলা পরিষদের হিসাব রক্ষক বিমলেন্দু রায়,জেলা পরিষদ চেয়ারম্যানের পিএস মিল্টন পূরকায়, অফিস  সহকারী কপিল কিষণ তালুকদার,অফিস সহায়ক হাবিবুর রহমান হাবিব ও বার্তা বাহক মোঃ কামাল হোসেন প্রমুখ উপস্হিত ছিলেন। খাদ্য সহায়তা প্রদানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী ও  স্হানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা যথারীতি কর্ম স্হলে উপস্হিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের সাধ্যমতো ভূক্তভোগী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি বলেন,জেলা পরিষদের চেয়ারম্যান  নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ জেলার মানুষের জন্য অত্যন্ত আন্তরিক রয়েছেন বিধায় জেলা পরিষদ সবসময় যেকোন দূর্যোগে দূর্বিপাকে মানুষের সেবায় কল্যাণমূলক পদক্ষেপ গ্রহন করে আসছে। খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি উপস্হিত অস্বচ্ছল নারী পুরুষের মাঝে তারা মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেটও প্রদান করেন।এদিকে করোনা ভাইরাস আতংঙ্কে যখন নিম্ন আয়ের মানুষজন ঘরবন্দী হয়ে খাদ্য সংকটে ভুগছিলেন সেই সময়টাতে সুনামগঞ্জ পৌর এলাকার কালিবাড়ী জেলা পরিষদ রেস্টহাউজ প্রাঙ্গনে আরো ৭ শত পরিবারের মধ্যে ১০ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলুসহ পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  নুরুল হুদা মুকুটের পক্ষে জেলা পরিষদের রেস্টহাউস প্রাঙ্গনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা সৈয়দা ফারহানা ইমা ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে। এ সময় উপস্হিত  ছিলেন জেলা যুবলীগ নেতা হিমেল হুসাইন, জেলা ছাত্রলীগ নেতা দীপ্ত বনিক, মাজিদুর রহমান, প্রভাস পাল, সাফায়েত জামিল,সৃজন আহমদ,তানিম আহমদ,অনিক হুদা,ইপ্তি বখত,রিয়াদ তাং,রনি নাগ,তোষার আফনান,শিহাব নুর,সাগর আহমদ,তালেব মিয়া প্রমুখ।
সৈয়দা ফারহানা ইমা বলেন,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নূরুল হুদা মুকুট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলার সরকার দলীয় সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের অভিভাবক হিসেবে তার সকল কাজে নারীদের অংশগ্রহন নিশ্চিত করার পাশাপাশি দলীয় সকল নেতাকর্মীদেরকে নিয়ে চলমান করোনা সংকটে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা নেতার নির্দেশেই জেলা সদরের  জখালী,মল্লিকপুর,পাঠানবাড়ি,নবীনগর,কালিবাড়ী,আফতাবনগর,তেঘরিয়া, বড়পাড়া,হাজীপাড়া ও নতুনপাড়া আবাসিক এলাকা ছাড়াও সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, মোল্লাপাড়া ও গৌরারং ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করছি। খাদ্যসামগ্রীর মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু প্রদান করা হয়। এই খাদ্যসামগ্রী পুরো জেলাব্যাপী নিম্ন আয়ের
মানুষদের মধ্যে বিতরণ অব্যাহত রাখার ঘোষনা দেন এই মহিলা নেত্রী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply