২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪২/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৩:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারা বরুমচড়ার আবদুল মোনাফের প্রকৃত খুনিদের বিচার দাবীতে সংবাদ সম্মেলনে

     

 

আনোয়ারা বরুমচড়ার আবদুল মোনাফ হত্যাকাণ্ডের জের ধরে নিরীহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা, হামলা ও তাদের বাড়িঘরে লুটপাটের প্রতিবাদ এবং আবদুল মোনাফের প্রকৃত খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ১৪ জন ও চার পরিবার।

আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আবদুল মোনাফের স্ত্রী কর্তৃক মিথ্যা মামলার শিকার ১৪ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যগণ অভিযোগ করেন, মোনাফের প্রকৃত খুনিদের আড়াল করতে বরুমচড়ার নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। স্থানীয় একটি দুর্বৃত্ত চক্র মামলার আসামিদের বাড়িঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগ করে বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাড়িঘর হারিয়ে অনেক পরিবার আজ মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগী পরিবারের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের বইপুস্তক পর্যন্ত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত চক্র। অনেকের শিক্ষাজীবনের সনদ ও জায়গাজমির মূল্যবান কাগজপত্রও ওরা পুড়ে দিয়েছে। গোয়াল ঘরের গরু, ছাগল ও হাঁসমুরগীও তাদের লুটতরাজ থেকে রেহাই পায়নি। হামলা ও মামলার শিকার চার পরিবার ও ১৪ ব্যক্তি এখন পালিয়ে বেড়াচ্ছে। তাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে আবদুল মোনাফের প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচারের জন্য তারা প্রশাসনের প্রতি আহবান জানান এবং সন্ত্রাস লুটতরাজ ও সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মিথ্যা মামলার শিকার মুহাম্মদ পারভেজ উদ্দিন। এ সময় উপস্থিত মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নবী হোসেন, মোহাম্মদ নুর, মোহাম্মদ নুরুল আলম, ফাতেমা আক্তার, রহিমা আক্তার, রুমি আক্তার, আখি আক্তার, প্রিয় প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply