২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মডেল পাবলিক স্কুল ও পলেন গ্রামার স্কুলে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠান সম্পন্ন

     

নগরীর ডি,সি হিল সংলগ্ন চট্টগ্রাম মডেল পাবলিক স্কুল ও পলেন গ্রামার স্কুলের সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যেগে একটি চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্নয় অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারী ২০২০ সকাল থেকে দিনব্যাপী স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এম.জে.এফ। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং এর প্রেসিডেন্ট লায়ন নিসাত ইমরান। স্কুল কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল সভাপতি অধ্যাপিকা স্বাতীলেখা বড়ুয়া, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি টিংকু বড়ুয়া, স্কুল সম্পাদক অধ্যাপক টিপলু বড়ুয়া, চট্টগ্রাম মডেল পাবলিক স্কুলের অধ্যক্ষ এম.এন. আজম ও পলেন গ্রামার স্কুলের কো-অর্ডিনেটর শাওলী গুহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জি.কে. লালা এম.জে.এফ কেবিনেট সেক্রেটারী, লায়ন আশরাফুল আলম আরজ কেবিনেট ট্রেজারার, লায়ন তপন কান্তি আর.সি হেড কোয়াটার, লায়ন আবু তাহের খান আর.সি হেড কোয়াটার, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী জিএমটি, লায়ন স্বপন কুমার পালিত জোন চেয়ারম্যান, লায়ন সিলভাষ্টার বার্নাজেই, লায়ন সাধন কুমার ধর, লায়ন হাসান আকবর, লায়ন আবু নাসের রনি, লায়ন বি কে লালা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের জনসেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারায় সন্তুষ্টি প্রকাশ ও নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তাছাড়া আগামীতেও কোমলমতি শিশুদের জন্য এ ধরনের সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। তিনি অভিভাবকদের প্রতি ছেলেমেয়েদের বেশি করে ভালবাসার ও যত্ন নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply