২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

ছাত্রসেনার ৪০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক সেমিনার

     

শিক্ষার্থীদের অধিকার আদায় ছাত্ররাজনীতির লক্ষ্য হওয়া উচিত

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগ্রাম, গৌরব, ঐতিহ্যের ৪০ বছরে প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক সেমিনার চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে আজ ২১ জানুয়ারি’২০ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ইয়াছিনের সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান ছাত্র ভবিষ্যতের রাষ্ট্রনায়ক। সুতরাং রাষ্ট্র চালনার নীতি অর্থাৎ রাজনীতি বিষয়ে সচেতনতা ও জ্ঞানের অনুশীলন ছাত্রাবস্থায় হওয়া আবশ্যক। তাই ছাত্র রাজনীতির অপরিহার্যতা অনস্বীকার্য। অন্যদিকে, পেশীশক্তি নির্ভর ছাত্ররাজনীতি জাতির কলঙ্ক। পেশীশক্তি নির্ভর হয়ে টেন্ডারবাজি-চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে বিপথগামী হচ্ছে ছাত্ররা। ‘৯০ সাল পর্যন্ত ছাত্র রাজনীতিতে একটা আদর্শ ছিল। এরপর থেকেই ছাত্ররাজনীতির মূল চালিকা শক্তি হয়ে গেলো পেশীশক্তি। এর কারণটা হলো লোভ-লালসা ও উচ্চ বিলাস। এসব ত্যাগ করে আদর্শের পথে জীবন গড়তে হবে। মূলতঃ শিক্ষার্থীদের অধিকার আদায় ছাত্ররাজনীতির লক্ষ্য হওয়া উচিত। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় সেমিনারে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ খোরশেদুল ইসলাম সুমন, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মোঃ রিয়াজ হোসাইন, মুহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ সিহাব উদ্দিন, মুহাম্মদ জমির উদ্দিন, মুহাম্মদ হুমায়ন কবির, মুহাম্মদ জহির উদ্দিন প্রমুখ। তিনি আরো বলেন, স্কুলে, কলেজে, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার একটি বিপ্লব শুরু করতে হবে। এগুলোর মাধ্যমে চিন্তার বিকাশ ঘটবে। সারা পৃথিবীতে, উন্নত দেশগুলোতে ছাত্র সংসদগুলো যেভাবে চলে আমাদের দেশেও সেভাবে চলুক, প্রচুর ক্লাব হোক, বিতর্ক, বক্তৃতা এগুলো যতো হবে ততো ভাল। ছাত্রসেনা দীর্ঘ ৪০ বছর যাবত সুন্নীয়তের অহিংস মতাদর্শ প্রচার-প্রসার করে আসছে। এভাবে অহিংস পদ্ধতিতে দেশ-জাতির কল্যাণে ছাত্ররাজনীতিতে নিবেদিত হতে হবে। সেমিনার শেষে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় চত্বরে এসে শেষ হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply