২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

হেমন্তে লাবণ্যের স্পর্শ পায় ছকে বাঁধা ব্যস্ত নাগরিক জীবন

     

প্রকৃতির নিয়মে শরতের সাদা মেঘের ভেলা উড়িয়ে হেমন্ত নিয়ে আসে হিম হিম মৃদু কুয়াশার স্তর। কুয়াশার স্তর পুরু হতে হতে আচ্ছন্ন করে চেপে বসে গাইয়ে গায়ে লাগানো বহুতল ভবনগুলোর ওপর। আর এরকম দিনেই শহুরে ফ্ল্যাট বাড়ির গজ-ফুটে মাপা ঝুল বারান্দার টবে লাগানো গাঁদার কলিগুলো ফুটে উঠে একটি দুটো করে। লাবণ্যের স্পর্শ পায় ছকে বাঁধা ব্যস্ত নাগরিক জীবন। ষড়ঋতুর অন্যতম সৌন্দর্য্যমন্ডিত, ঋতুকণ্যা হেমন্তকে কেন্দ্র করে পূর্বা’র আয়োজন নাগরিক হেমন্তিকা শিরোনামে হেমন্ত উৎসব রউফাবাদস্থ সরকারী শিশু পরিবারে অনুষ্ঠিত হয়। আয়রে আয় নৃত্যধারা দিয়ে অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টায়। পূর্বা’র সঙ্গীত দলের সদস্যদের সমন্বয়ে একে একে পরিবেশিত হয় সমবেত ও একক সঙ্গীত ও আবৃত্তি দলের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি।

সকালে হেমন্ত উৎসবের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ -পরিচালক  শহিদুল ইসলাম। বিকেলে হেমন্তের কথামালার পূর্বে বাহারী পোশাকে গ্রামীন ও শহুরে জীবনে হেমন্তের আগমন ও পার্থক্য ফুটিয়ে তুলেছেন মডেলরা। উৎসবের কথা মালায় সরকারী শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক শিল্পী ভৌমিকের সভাপতিত্বে ও পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, পূর্বা’র উপদেষ্ঠা খন রঞ্জণ রায়, অধ্যাপক শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপ। এসময় উপস্থিত ছিলেন পূর্বা যুব কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রাবনী ভর্টাচার্য্য, পূর্বা’র সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ চৌধুরী জীবন, মিনু আরা বেগম, রুমা পারভীন, পূর্বা’র সদস্য প্রীতম দাশ, মোঃ রাব্বি, উর্মী আকতার, ডেইজী মল্লিক, সুদীপ, অর্ক, তুষার, তিথি, তূর্ণা, দীপা, সৌম্য, জান্নাতুল নাঈম, শাহেদা আক্তার, কবিতা পালিত, মিউসিং, উমেসিং, নাজমা, নুসরাত, রাবেয়া, এসিংজয় প্রমুখ। উল্লেখ্য, উৎসবে পূর্বা অবৈতনিক সাংস্কৃতিক স্কুলের দুটি শাখার প্রায় ২ শতাধিক শিশু কিশোর অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply