২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:১৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ

দেশের জন্য উৎসর্গকারী শহীদ মুরিদুল আলমের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে

     

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের খ্যাতিমান ছাত্রনেতা, মেধাবী রাজনীতিবিদ শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলমের ৪৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা গত ৩১ ডিসেম্বর কদম মোবারক এম.ওয়াই.উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি কামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা এস.এম.লিয়াকত হোসেন, কবি আশীষ সেন, চকবাজার থানা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, অমর কান্তি দত্ত, অজিত কুমার শীল, কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সঙ্গীত শিক্ষক অচিন্ত্য কুমার দাশ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দীন লিটন, যুবলীগ নেতা মোঃ মহিউদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ন দাশ, সুমন চৌধুরী, শিল্পী চৌধুরী, মেহেদী হাসান, মোঃ শাহজাহান, মোঃ রাব্বে, মোঃ শাহেদ, মোঃ আদনান, বাহাদুর, মোঃ দস্তগীর, শাহেদুল ইসলাম, দুর্জয় চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলমদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশ। শহীদ মুরিদুল আলমদের আদর্শ অনুসরণ করার মাঝেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সম্ভাবনা নিহীত। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের অমর সংগঠক, বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ সহচর, ৬০ এর দশকের কিংবদন্তী মেধাবী ছাত্রনেতা, ৬২ তে চট্টগ্রামে ছাত্রলীগ পুনর্গঠনের অন্যতম উদ্যেক্তা, ৬২ এর গৌরবময় শিক্ষা ও ছাত্র আন্দোলনের শীর্ষসংগঠক, ৬২ সালে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে ছাত্রলীগের অভ্যন্তরে গঠিত বৈপ্লবিক সংগঠন নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ৬৬ এর ৬ দফা আন্দোলনের অন্যতম ব্যাক্তিত্ব, ১৯৬৬ সালের ২৫ শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানে যে ৬ দফার ঘোষণা করেন সে জনসভার অন্যতম সফল আয়োজক এবং অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ এর সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, শহীদ মুরিদুল আলম চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের আলোকিত সূর্যসন্তান জাতির এ বীর সন্তান এর ১৯৭১ সালের ২১ সেপ্টেম্বর রাজাকারদের হাতে নির্মম নির্যাতন এর শিকার হয়ে শাহাদাৎ বরণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply