২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:০৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৬:০৫ পূর্বাহ্ণ

আমিরাতে মুক্তিযুদ্ধের সংগঠক আক্তারুজ্জামান বাবু স্মরণ সভা ও দোয়া মাহফিল

     

মুহাম্মদ হারুনুর রশীদ, আরব আমিরাত থেকে

আক্তারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন দেশপ্রেমের মূর্ত প্রতিক । তিনি দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন । মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে জীবনের সব কিছু ব্যয় করেছেন দেশের কল্যাণে। ৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হওয়ার পর আওয়ামী লীগের পাশে যে ক’জন বুক ফুলিযে দাঁড়িয়ে ছিলেন বাবু ছিলেন তাঁদের অন্যতম। তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করে দলকে চাঙা রাখার জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন।দলের প্রতি নিবেদিত প্রাণ নেতাকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দলটিকে ধ্বংশের দ্বারপ্রান্ত থেকে টেনে নিয়ে ক্ষমতায় নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। তাঁর এই শ্রম আর ত্যাগ দেশ ও জাতি আজীবন মনে রাখবে। আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য কালে প্রধান অতিথির বক্তব্যে দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী এসব বলেছেন। তিনি আরো বলেন,আখতারুজ্জামান বাবু’র মতো দেশ ও দলকে ভালোবাসতে পারলে মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব।

১৪ নভেম্বর বৃহস্পতিবার  স্থানীয় সময় রাত ১০ টায় আরব আরব আমিরাতের শারজাহ বিএমডব্লিউ এলাকার বাংলাদেশী রেস্টুরেন্ট আল মদিনায় মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু যুব পরিষদ – সংযুক্ত আরব আমিরাত আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ আবুল কালাম । সংগঠনের সচিব সাবেক ছাত্রনেতা এয়ার মুহাম্মাদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরিদ রেযা । বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক এস. এম সালাহ উদ্দীন, আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব নুর মুহাম্মদ, শারজাহ প্রবাসী ব্যবসায়ী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবসার এবং দুবাই আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে এস.এম সালাহ উদ্দীন চৌধুরী মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি সবাইকে বাবুর উদারতা, দানশীলতা এবং মমত্ববোধ হৃদয়ে ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি হাফেজ আবুল কালামের সমাপনী ভাষনের পর মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর জন্য দোয়া করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply