২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

মনজুর আলমের উদ্যোগে  আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী পালন

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু গরীব দরদী ও মানবসেবক ছিলেন। রাজনীতিকে তিনি হৃদয় দিয়ে ধারণ করে দেশের জন্য নিবেদিত ছিলেন। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপুনর্গঠন, গণতন্ত্র ভাত ও ভোটের অধিকার আন্দোলনে সোচ্চার ছিলেন। তিনি বলেন, বাবু খাঁটি দেশপ্রেমিক ও নিঃস্বার্থ সমাজসেবক ছিলেন। তার আদর্শ ধারণ করলে দেশ ও জাতি উপকৃত হবে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতির মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলহাজ্ব  হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৪ নভেম্বর ২০২৩ খ্রি. সকালে এইচ এম ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র এসব কথা বলেন। অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সমাজসেবক সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, মাওলানা জিয়াউল হক, মাওলানা রাশেদুল হক, হাফেজ মো: আমজাদ হোসাইন, মাহফুজুর রহমান, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন, মো: ওমর ফারুক, মোহাম্মদ মহসিন, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সুজন, আবু তৈয়ব, মাওলানা মোশাররফ প্রমুখ। মিলাদ মাহমফিল ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply