২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:২৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:২৬ পূর্বাহ্ণ

রাসুল (স.) আগমন ছিল মানব জাতির জন্য রহমতস্বরূপ

     

 

জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা শাহসুফি মাওলানা সৈয়্যদ মোহাম্মদ আলী মমতাজি (ম.জি.আ) বলেছেন, জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফে সেই ১৯২০ সাল থেকে এই দরবারের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) ও জশনে মিলাদ এর শোভাযাত্রা শুরু হয়। ‘নারায়ে তকবির, আল­াহু আকবর, রাসুল (স.) এর আগমনে ধন্য এই মানব জাতি’ এই শিরোনামে দীর্ঘ আট যুগ ধরে এই মাহফিল চলে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ১২ দিনব্যাপী ঈদ-এ-মিলাদুন্নবী (স.) মাহফিল। তিনি আরো বলেন, রাসুল (স.) এর আগমন ছিল মানব জাতির জন্য রহমতস্বরূপ। অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীটাকে আলোর পথে ইহকাল ও পরকালে মুক্তির জন্য রাসুল করিম (স.) কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা দিয়ে পবিত্র ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এটি আমাদের জন্য রহমত ও নাজাতের উছিলা। পবিত্র ১২ রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে আনজুমান এ জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ১ নভেম্বর বাদে মাগরিব থেকে দরবার শরীফের খানেকা শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী সাল­াল­াহু আলাইহি ওয়াসাল­াম মাহফিলে সভাপতির বক্তব্যে পীর সাহেব কেবলা হযরত মোহাম্মদ আলী মমতাজি উপরোক্ত কথাগুলো বলেছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা মনজুর আলী মমতাজি, পীরজাদা মাওলানা মতি মিয়া মনছুর মমতাজি, চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, আল­ামা মোহাম্মদ ইকবাল হোসেন মমতাজি, মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মাওলানা রেজাউল করিম মমতাজি, মাওলানা আহমদ হোসেন, মাওলানা আলী আহমদ মমতাজি, মাওলানা রাজীব চৌধুরী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply