২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪০/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে গোলাগুলি তিন ইউপিডিএফ কর্মী নিহত

     

 

খাগড়াছড়ি,প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলার পর এবার খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর টহলরত সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত খীসা গ্র“পের সশস্ত্র সন্ত্রাসীরা।

সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার বড়াদম এলাকায় এই ঘটনা ঘটে। এসময় গোলাগুলিতে তিন ইউপিডিএফ সন্ত্রাসী নিহত হয়েছে।

নিতহরা হলেন, উপজেলার মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫০) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়। এরা সবাই ইউপিডিএফ প্রসীত খীসা গ্র“পের সদস্য।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) নওরক আলম জানান, আজ দুপুরের দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে খরব দিলে ঘটনাস্থল দীঘিনালার দুর্গম ধশ্য পাড়ার ধোজাপাড়া নামক এলাকা থেকে গুলিবিদ্ধ তিনটি মরদেহ উদ্দার করা হয়। লাশ ময়না তদন্তে জন্য জেলা সদর হাসপাতালে পাটানো হচ্ছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এদিকে এই হত্যাকান্ডের নিন্দা জানিয়েছে ইউপিডিএফ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল “প্রসীত খীসা সমর্থীত” খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা জানান, রোববার দিবাগত রাতে দীঘিনালার কৃপাপুর এলাকায় সুমন চাকমার বাড়ি থেকে উক্ত তিন ইউপিডিএফ সদস্যকে তুলে নিয়ে যায় সেনাবাহিনী। পরে, সোমবার সকালে নির্জন এলাকায় তাঁদের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। অস্ত্র উদ্ধারের নামে মিত্যা নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়েছে। ইউপিডিএফ কর্মী হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইউপিডিএফের উপর চলমান বর্বর রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবি জানান তিনি।
উল্লেখ ১৮ আগষ্ট রাঙ্গামাটির রাজস্থলী এলাকায় সেনাবাহিনীর নিয়োমিত টহলের ওপর সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে নাসির (১৮) নামে এক সেনা সদস্য নিহত হয়। এ ঘটনায় তল্লাসী চালানোর সময় সন্ত্রাসীদের পুতে রাখা মাইন বিস্ফোরনে ক্যাপটেন মেহেদি ও সৈনিক মহসীন আহত হয়। ২৩ আগষ্ট আবার রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেক সড়কেও সেনাবাহিনীর নিয়োমিত টহলে ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় টহলরত সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে সে সময় সুমন চাকমা (২৭) নামে এক ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply