২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:২২/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ

৩য় বছরে মীরবাজার 

     

আগামী ১ জুন সাফল্যমন্ডিত ২ বছর শেষ করে ৩য় বছরে পা দিচ্ছে অনলাইনভিত্তিক শপিং সাইট মীরবাজার। ২০১৫ সালের ঐ দিনে মাত্র ১টি কম্পিউটার এবং ধারে আনা কিছু পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন মীরবাজার এর কর্ণধার মীর সাবের হোসেন।
আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সবকিছুই আছে এখানে। তবে পোষাক খাতে বেশি নজর দিচ্ছে মীরবাজার। মীর সাবের হোসেন ডালিম বলেন, “আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক নতুন ভাবনার প্রসার ঘটবে। ই কমার্স কে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি।”

অনিবার্য কারণবশত প্রায় ২ বার বন্ধ হয়ে যায় মীরবাজার। কিন্তু তিনি দমে থাকেন নি। মীরবাজার কে নিয়ে এগিয়ে চলেছেন।

আগামী ১ জুন ২০১৭ তারিখ সন্ধ্যায় মীরবাজার এর নতুন ওয়েবসাইট এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বর্তমানে মীরবাজার এ ৬ জন কর্মী কাজ করছেন। তবে সাবের হোসেন বলেন, তারা আমার কর্মী নন, মীরবাজার এর এক একজন বিনিয়োগকারী, যারা তাদের শ্রম এখানে বিনিয়োগ করছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply