২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

হাইদগাঁওয়ে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে হুইপ সামশুল হক

     

জাতীয় সংসদের হুইপ পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়তে নিয়ামক শক্তি হিসেবে কাজ করে থাকে। বর্তমানে সমাজে যে ভাবে মাদক বিশেষ করে ইয়াবা ও নেশা জাতিয় দ্রব্য যুব সমাজের মধ্যে জগদ্দল পাথরের ন্যায় জেকে বসেছে। তার থেকে তাদেরকে বের করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে পড়াশুনার পাশাপাশি ক্রীড়ামুখি করতে হবে। এজন্য সরকার সারা দেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান প্রকল্প হাতে নিয়েছে। আমরা পটিয়ায় এ স্টেডিয়ামের জন্য একাধিক জায়গা দেখেছি। তার মধ্যে হাইদগাও এলাকার এ জায়গাটি স্টেডিয়ামের জন্য খুবই উপযুক্ত হবে বলে সবাই মত দিয়েছেন। এছাড়া ও এলাকাবাসী ও এখানে স্টেডিয়াম করতে সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী বলে আমাকে আশ্বস্থ করেছেন। আমি আশাবাদী এখানে স্টেডিয়াম হলে হাইদগাও এলাকার মানুষের জিবনযাত্রার মান যেমন বাড়বে তেমনী পুরো এলাকার দৃশ্যপট পরিবর্তন হবে। এসময় হুইপের সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, হুইপ এর একান্ত সহকারী তৌফিক আল মাহমুদ, ইউএনও মো. হাবিবুল হাসান, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, হুইপের এপিএস হাবিবুল হক চৌধুরী, জেলা যুবলীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ, উপজেলা আ’লীগ নেতা বিএম জসিম, মিজানুর রহমান, ইউসুফ নবী টিপু, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুলু, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, আবুল হাসনাত ফয়সাল, করিম মোস্তফা, আবদুর রহমান, আবু খান, মো.মহিউদ্দিন, সোহেল চৌধুরী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply