১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:২৪/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

বাবা হলেন কবি মুস্তাক মুহাম্মদ

     

 

ঝিকরগাছা প্রতিনিধি

দেশের  অন্যতম কবি মুস্তাক মুস্তাক মুহাম্মদ বাবা হলেন। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে বাঁকড়া  পার বাজার কপোতাক্ষ সাজ্যিক্যাল ক্লিনিক, মনিরামপুর  যশোরে শান্তা  আক্তারের গর্ভ থেকে কন্যা সন্তানটি ভূমিষ্ট হয়। কন্যাটির নাম “ অহনা মুস্তারিন ” রাখেন গবেষক কবি পদ্মনাভ অধিকারী। মা ও মেয়ের সুসাস্থ্য কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর এর সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তাফা মুন্না , সহ সাধারণ সম্পাদিকা কবি নুর জাহান আরা নীতি, কবি কাজী রকিবুল ইসলাম, কবি আমির হোসেন মিলন বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের  সভাপতি গবেষক মুহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ স,ম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবি কওছার আলী গোলদার , ৮ নং হরিহরনগর  ইউনিয়ন , মনিরামপুরে সাবেক চেয়ারম্যান উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার প্রমুখ । মা ও মেয়ে সুস্থ্য আছেন। মেয়ে সন্তানের বাবা হয়ে কবি মুস্তাক মুহাম্মদ তাৎক্ষনিক “ এক নক্ষেত্রের আগমনে “ কবিতাটি লেখেন।

এক নক্ষেত্রের আগমনে

শুভাশিষ নিও-

এক অবিশ্রান্ত পথিকের পথ চলা হলো শুরু

পুড়ে পুড়ে আলো দেবে পৃথিবীর পথে

লিখে যাবে অজর গান এক

বিপন্ন মানুষ যখন দিশেহারা

স্বস্তির আশ্রয় হবে এই রথ।

মাটির মানুষ হয়ে মাটির খুব কাছাকাছি রবে

গাইবে মানুষের গান –

বন্ধুর পথে জ্যাতি ছড়াবে

দীপ্ত সাহসের পদক্ষেপ।

ভুলবে না মাটির মানুষই বড়

মাটিই শেষ আশ্রয়।

শেয়ার করুনঃ

Leave a Reply