১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১৮/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ

তোমায় হয়নি আনা ঘরে

     

সাইফুল লোকমান

যতই করে আমার গ্রহে সাজাই আয়োজন
ভরে।।যতই করে মধুর সুরে ডাকি তোমায়’
হেরি অহরহ বিধূঁর বিরহ বুক ভরে-দেখিও
দেখেনা শুনিও শুনেনা ‘ চায়না ফিরে তোমা’
হয়নি আনা ঘরে।।আমার পথেরতরে নিত্য
ডাকি-তোমায় জলধারা কল স্বরে দূনয়নে
ঝঁড় ঝরে-তোমায় হয়নি আনা মোর ঘরে।।

আমি ডাকি তোমায় কত গানের সুরে হাঁয়
গভীর বিরহ ঘণায় আজি কতক বেদনায়:
সুর গলিয়া’ঝরিয়া উঠিছে ভরিয়া আমার
হিয়ার তরে:কত করে আমার গ্রহে সাঁজাই
আয়োজন ভরে’তোমায় হয়নি আনা ঘরে।।

একলা লুঁঠিয়েসে ত্রিভূবনে কত রুপ ধরে’
কাননে—ভূ’সাগরে লগনে গগনে’বাতাসে
তারায় তারায় সকল সাঁজে ঘোরে শূণ্যমহা
তরে:যতই করে আমার গ্রহে সাজাই যত
আয়োজন ভরে’তোমায় হয়নি আনা ঘরে।।

আমার চারি দ্ধারে সূধা ভরা ব্যাকুল ধরা’
তোমার প্রেমে হৃদয় হরন পাতায় পাতায়’
আলোক নাঁচে সোনার বরন’বাতাস দেহে
যেন অমুত ক্ষরন-ঝরে’তোমার প্রেমে এ
হৃদয় হরন করে।।

যতই করে আমার গ্রহ সাঁজাই আয়োজন
ভরে’বিধূঁর বিরহ বুক ভরা বেদনায়–যতই
মধুর গানের সুরে ডাকি’হে তোমায়–হয়নি
আনা ঘরে।।তোমারি ঋতুরা আসে–ফিরে
ফিরে’বুঝি আসিবেনা আর ও’হি–আমার
ঘরে।ধাঁয় যেন মোর ভালো বাসা-ভাসায়ে
নয়ন নীরে–যায় যেন মোর গভীর–আশা
তোমার তরে।।মন দিয়ে যার নাগাল নাহি
পাই’তারি রাখি অন্তরে–গোপনে যায় সে
সরে:যতই–করে ডাকিগো তোমায় হয়নি
আনা ঘরে।।

শেয়ার করুনঃ

Leave a Reply