২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

মামার জোর 

     

জাহাঙ্গীর আলম চৌধুরী

মেধাহীন ও বিবেকহীন লোকের
চাকরি যদিও একবার জোটে।
যোগ্যতাহীন রাজনৈতিক দলের
নেতা হয় কারচুপির ভোটে।
চৌকস আর মেধাবী ছাত্রী ছাত্র
ঘুরে বেড়ায় চাকরির আশে
যেখানেই যায় দেখে কর্ম খালি নাই
শয্যার ফুল আখি জলে ভাসে।
যদিও থাকে মামার জোর
পেয়ে যাবেন হয়তো টিকাদারী।
রাতারাতি পেতে পারেন হযতো
লাখ টাকার দামী গাড়ি।
এসব দেখেশুনে বিবেক গর্জে ওঠে
মন বেদনাহত হয়।
চতুর্দিকে গুজব ছড়ায় মানুষ মারে
সত্য ন্যায়ের দেখি পরাজয়।
মাছের মাথায় পচন ধরলে তাওতো
কোন মতে খাওয়া যায়।
মানুষের মাথায় পচন ধরলে একবার
সেদেশে বসবাস করা দায়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply