২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৮/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর পদ্মনাভ অধিকারী কবিতাগুচ্ছ -০৪

     

 

উত্তর আধুনিক

পদ্মদা, একদিন তুমি বলেছিলে,

কবিতায় উত্তর আধুনিক বলে কিছু নেই,

যা আছে তা আধুনিক , আপেক্ষিক মাত্র।

যার সময়ে সেই আধুনিক , কোথায় আবার

উত্তর আধুনিক। তাহলে কি শেক্রপিয়ার শেলী

কিটস রবিঠাকুর পুরনো দিনের কবি।

মেনেই চলছি- এখন আমার সময়, আমি আধুনিক

কিন্তু আমার প্রজম্মের সময়ে কি আমি পুরনো হয়ে যাব?

না , কারণ মানুষ উন্নতির শিখরে আরোহন করলেও

মানুষের রসায়ন প্রেম ভালবাসা থাকবে

আর আমার সমস্ত কিছুই তো মানুষের জন্য

সুতরাং মানুষ থাকলে আমার কবিতার শব্দেরা কথা বলবে।

তারিখ:১২/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

সব কিছুই ভালবাসা

পদ্মদা একদিন একটি ছেড়া কাগজ দিয়ে বললে,

দেখতো তোর বয়সীদের জন্য লেখা-

“ভালোবাসি এই কথাটি মিথ্যা করে বললেও ভাল লাগে”

সত্যি তাই, প্রিয় শুধু প্রিয়র কাছ থেকে

এই কথাটি শুনতে চাই; যেখানে অন্য সব রসদ মূল্যহীন।

এখন মধ্য গগণে এসে জেনেছি-

পৃথিবী ভালবাসারই ফসল।সব কিছুই ভালবাসা।

তারিখ: ১২/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

কবিতার ফেরিওয়ালার কাছে চাওয়া

দাদা জীবনব্যাপি লিখলে কবিতা

মনের মধ্যে রাখলে রঙিন বার্তা

এমন করে কেটে গেলো জীবন

গড়লে অমর কবিতার ভুবন।

সেই ভুবনের রঙিন পালকগুলো

যাবার সময় যেও ছিটায়ে-

পাজর দে বানদা রাকুম তারে

আমার মোনের ছোডো ঘরে।

তারিখ: ১২/০৫/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

কবিতার কাঁন্নায় পুরস্কার

পদ্মদা একদিন বললে, ড. মুস্তাক,

কবিতা লিখে আবার পুরস্কার কি!

কবিতার পুরস্কার কবিতা নিজেই।

যেমন কোনো মা প্রসব যন্ত্রনায় পর

সদ্যভূমিষ্ঠ সন্তানের কাঁন্না শোনার চেয়ে

বড় পুরস্কার মানুষ কি দিতে পারে?

আমি শুনি প্রতিটা কবিতার শব্দের কাঁন্না,

প্রতিটা শব্দ আমার কাছে সাত পাহাড়

রত্নর চেয়ে দামী পুরস্কার।

আমার কবিতার শব্দেরা কথা বলবে

সেদিন হয়তো পদ্মর দেহ মাটিতে রবে

কিন্তু পদ্মনাভ অধিকারী!

রবে মানুষের হৃদয়ে হৃদয়ে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply