২০ মে ২০২৪ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১১/ সোমবার
মে ২০, ২০২৪ ৫:১১ পূর্বাহ্ণ

আজ পবিত্র শবে বরাত

     

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।  শবে বরাত  সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হবে। গত ২৭ এপ্রিল বাংলাদেশের আকাশে  ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়। সে হিসেবে ১৪ শাবান (১১ মে)  দিবাগত রাতে  লাইলাতুল বরাত পালিত হবে।

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ অর্থাৎ সৌভাগ্যের রজনী।

বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারারাত অতিবাহিত করবেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করবেন।

পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র শবেবরাত উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।তিনি বলেছেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সৌভাগ্যের এই রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’

শবে বরাতে সারা দেশের মসজিদগুলোতে রাতব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে। এসব আয়োজনের মধ্যে থাকবে কুরআন তিলাওয়াত, হামদ-না‘ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত।

এদিকে আজ বৃহস্পতিবার মাগরিব থেকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত, হামদ-না‘ত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাত। সন্ধ্যা ৭ টা ৪০মিনিটে  ‘শবে বরাতের ফযিলত’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার মশুরীখোলা আহছানিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। রাত ১০ টা ৩০মিনিটে ‘ইবাদত ও দোয়ার গুরুত্ব’ শিরোনামে বয়ান করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম। রাত ১১ টা৩০মিনিটে ‘শবে বরাত ও রমযানের তাৎপর্য’ শিরোনামে ওয়াজ পেশ করবেন ঢাকার তেজগাঁওয়ের মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আবদুর রাজ্জাক। রাত ১২ টা ৪০ মিনিটে ‘যিকিরের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী। রাত ১টা ৫৫ মিনিটে ‘তাহাজ্জুদের গুরুত্ব ও ফযিলত’ শিরোনামে ওয়াজ করবেন রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলনা মুশতাক আহমদ।

আজ দিবাগত রাতে চট্টগ্রামেও বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ্‌, না’ত, জিকির, মিলাদ, কিয়াম ও দোয়া।

রাহে ভান্ডার দরবার: রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের উদ্যোগে দরবার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করা হবে। এ উপলক্ষে আজ বাদে এশা হতে পবিত্র কোরআন তেলাওয়াত, না’তে রাসুল (.), মিলাদকিয়াম ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হবে। শবে বরাত সম্পর্কে তকরীর করবেন রাহে ভান্ডার দরবারের সাজ্জাদানশীন হযরত ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)। কর্মসূচিতে সকল আশেকানে মাইজভান্ডারী, রাহে ভান্ডারী এবং ধর্মপ্রাণ মুসল্লীদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন রাহে ভান্ডার দরবারের মোন্তাজেম ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোছাইন।

আহ্‌লা দরবার শরীফ: বোয়ালখালীস্থ আহ্‌লা দরবার শরীফে আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্থাপনায় আজ পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত খতমে কোরআন পাক, হযরত নবী করীম (.), সাহাবায়ে কেরাম (রাদি.) ও আউলিয়া কেরাম (রহ.) এর রুহ মোবারকের ওপর ফাতেহা পাঠ, মিলাদ মাহ্‌ফিল, সেমা মাহ্‌ফিল এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে আখেরী মোনাজাত পরিচালনা করবেন আহ্‌লা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌জাদা সৈয়দ আব্‌রার ইব্‌নে সেহাব (মা. জি. .)

বলুয়ার দিঘীর পাড় খানকা: আজ বৃহস্পতিবার নগরীর বলুয়ার দিঘীর পাড় খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পবিত্র শবে বরাত উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হইবে। বাদে মাগরিব থেকে কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র নাতে রাসুল (.), গাউসিয়া ও সাজরা শরীফ, রাত ৯টায় এশার নামাজ ও নফল নামাজ, শবে বরাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং রাত ২টায় তাহাজ্জুদের নামাজ।

এনায়েত বাজার ওয়ার্ড: শবে বরাত উপল  আজ বৃহস্পতিবার এনায়েত বাজার ওয়ার্ডে স্থানীয় জুবলী রোডস্থ সম্রাট টাওয়ার চত্বরে বাদ এশা ধর্মীয় আলোচনা, দোয়া ও জিকির মাহফিল অনুষ্ঠিত হবে। তিনপুল জামে মসজিদের নায়েবে ইমাম মওলানা এম জাহাঙ্গীর হোসেন এতে তকরির করবেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সলিমউল্লাহ বাচ্চু এতে উপস্থিত থাকবেন। মাহফিলে এন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ্ব আবুল হোসেন সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

বিশ্ব সুন্নী আন্দোলন: পবিত্র শবে বরাত উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে দেশের সর্বত্র আলোচনা সভা, সালাতু সালাম মাহফিল ও দোআ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আনজুমানে আশেকানে মোস্তফা () বাংলাদেশ : বায়েজিদ কুলগাঁও মাইজপাড়া খানকাহ শরিফস্থ বায়তুন নূর জামে মসজিদে দোয়া মাহফিল, বাদে মাগরিব থেকে। মাহফিলে সভাপতিত্ব করবেন আল আমিন হাশেমী দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী।

আনজুমানে আশেকানে মদিনা : আনজুমানে আশেকানে মদিনার উদ্যোগে আজ বাদে মাগরিব হতে নগরীর চকবাজার জয়নগর বাগদাদিয়া খানকাহ শরীরে শবে বরাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকার জন্য পীরে তরিকত শাহ মোহাম্মদ আবদুল হালিম আল মাদানী অনুরোধ জানিয়েছেন।

                                                                       পটকা ও আতশবাজি নিষিদ্ধ

আজ শবে বরাতের রাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগরী পুলিশ (সিএমপি)। সিএমপি কর্তৃপক্ষ আজ রাতে সব ধরনের পটকা এবং আতশবাজি নিষিদ্ধ করেছে। গতকাল সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে উলেহ্মখ করা হয়েছে যে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন। নগরবাসীকে এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্যও অনুরোধ করেছেন সিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply