১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:২০/ রবিবার
মে ১৯, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের ১৬৬তম মাসিক কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

     

 

মুস্তাক মুহাম্মদ, যশোর: বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরের ১৬৬ তম মাসিক কবিতা পাঠ ও আলোচনা সভা ৫মে  শুক্রবার যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি সাংবাদিক গোলাম মোস্তাফা মুন্নার উপস্থাপনায় কবিতা পাঠে অংশ্র গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সদস্য  কবি পদ্মনাভ অধিকারী, কবি আমির হোসেন মিলন, কবি কাজী রকিবুল ইসলাম, কবি নূর জাহান আরা নীতি,কবি এ্যাড. আহাদ আলী লস্কার লাবণ্য,কবি কমলেশ চক্রবর্তী, কবি রেজাউল করিম রোমেল, কবি সাম্মী আক্তার,  কবি শংকর নিভানন , কবি আকরাম হোসেন , কবি আহমেদ মাহবুব ফারুক , কবি সাধন কুমার অধিকারী, গীতিকার আবুল হাসান তুহিন, কবি ফাতিমা পারভীন, কবি গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস ,কবি সুমন বিশ্বাস,কবি রহমান মুজিব,  কবি রাশিদা আক্তার লিলি, তাকজিনা খাতুন, নাসির উদ্দিন, কবি নজরুল ইসলাম , কবি ও আবৃত্তিকার মোস্তানূর ইসলাম স্বক্ষর এবং মহিলা কবি সানজিদা খাতুন প্রমুখ। আলোচনা করেন কবি আমিরুল ইসলাম রন্টু, কবি ড. শাহনাজ পারভীন, কবি শাহরিয়ার সোহেল ‍ুও কবি আরশি গাইন। সভায় সংগঠনের পক্ষ থেকে  কবি গবেষক ড. শাহনাজ পারভীনকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদ ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে প্রতিমাসের প্রথম শ্রক্রবার নিয়মিত কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করে আসছে। সেই সাথে পঠিত কবিতা নিয়ে পরবর্তী মাসে “মাসিক একুশের পত্র” প্রকাশ করে আসছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply