৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১২/ সোমবার
মে ৬, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৭ আসনে নৌকা প্রার্থীর বিজয়

     

জাহেদুর রহমান সোহাগ

টানা তৃতীয়বারের মতো চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জয় পেয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি রাঙ্গুনিয়ার ৮৮টি ও বোয়ালখালির আংশিক এলাকার ৮টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ১৭ হাজার ১৫৬ ভোট পেয়ে তিনি এই আসনে হ্যাট্রিক বিজয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীকের প্রার্থী এলডিপি নেতা নুরুল আলম পেয়েছেন ৬ হাজার ৬১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ নেয়ামতুল্লাহ পেয়েছেন ৫৮৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতী প্রতীকের প্রার্থী মাওলানা সৈয়দ আবু নাওশাদ নঈমী পেয়েছেন ২ হাজার ৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান পেয়েছেন ৬৭৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মাহাবুবুর রহমান পেয়েছেন ৪১ ভোট। রাঙ্গুনিয়ার ৮৮টি ও বোয়ালখালীর আংশিক এলাকার ৮টি সহ মোট ৯৬টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৩২৯ ভোট। এরমধ্যে মোট ভোট গ্রহণ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৫২৮ ভোট। রাঙ্গুনিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ভোটের এই ফলাফল ঘোষণা করেন। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের ড. হাছান মাহমুদ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ৩৫ হাজার ভোটের ব্যবধানে তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী ও যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরাজিত করেছিলেন। এই মেয়াদে তিনি এক বার প্রতিমন্ত্রী ও পরবর্তীতে পূর্ণমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। পরে ২০১৪ সালের ৫ জানুয়ারী তিনি দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্ধীতায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply