৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪৩/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

জামানত হারালেন শেঠ!

     

জামানত হারালেন জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী সোলায়মান আলম শেঠ। শেঠের জামানত হারানোর বিষয়টি এখন ‘টক অব দি খাগড়াছড়ি’।বন্দর নগরী চট্টগ্রাম থেকে উড়ে এসে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন খাগড়াছড়িতে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পাওয়ায় জামানত হারিয়ে ভোটের মাঠে শেষ ‘চমক’ সৃষ্টি করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. সোলায়মান আলম শেঠ।

পার্বত্য খাগড়াছড়ি আসনে ৩ লাখ ৫৭ হাজার ১৫৪ কাস্টিং ভোটের বিপরীতে মো. সোলায়মান আলম শেঠ পেয়েছেন ২ হাজার ৩৪০ ভোট। এ আসনে আওয়ামী লীগ থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ৩৬ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর আগেও ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও  প্রায় ৬ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির এ নেতা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply