২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

শাওন বড়ুয়া হত্যার প্রতিবাদে এস.এস.সি. ব্যাচ ২০১৮’র মানববন্ধন

     

 

পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী শাওন বড়ুয়াকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ইং রাত ৯ ঘটিকায় অনন্যা আবাসিক এলাকায় পরিকল্পিতভাবে ছিনতাইকারীরা নির্মমভাবে হত্যা করে। পুরানগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় এস.এস.সি-২০১৮ ব্যাচের উদ্যোগে শাওন বড়ুয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং নিহতের পরিবারের প্রতি ক্ষতিপূরণ প্রদানের দাবিতে অদ্য ১ মার্চ বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুক লাল দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক হোসাইন মুহাম্মদ এরশাদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা এ.কে.এম. মুনতাসির সিকদার, এস.এস.সি-২০১৮ ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ নাঈমুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, অন্তিম হোসেন সৈকত, মুহাম্মদ মিজান, রাহিম, সাদ প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি কিশোর গ্যাং, ছিনতাইকারী ও সন্ত্রাস মুক্ত নিরাপদ চট্টগ্রাম নগরী গড়ার আহবান জানান এবং শাওন বড়ুয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি এবং শাওন বড়ুয়ার পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply