২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৮/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ভবন থেকে পড়ে ছাত্রদল কর্মী নিহত

     

চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রাসেল (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে নগরীর ইপিজেড থানার মুরাদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

রাসেল ছাত্রদলের কর্মী এবং চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মিডিয়া সেলের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম শিল্পী।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. সেলিম বলেন, ‘বিনা কারণে পুলিশ নেতাকর্মীদের হয়রানি করছে। বন্দর ও ইপিজেড এলাকার নেতাকর্মীরা নিজ বাড়িতে ঘুমাতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘ধানের শীষের প্রচারণা শেষে শনিবার রাতে রাসেলসহ কয়েকজন ইপিজেড থানার মুরাদনগরের ওই ভবনে ঘুমাতে যান। হঠাৎ করেই পুলিশ সেখানে হানা দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে রাসেল ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।’

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত ওই যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে ইপিজেড থানার ওসি মো. মীর নুরুল হুদা জানান, পুলিশের ধাওয়া খেয়ে কারও মৃত্যু হয়েছে বলে তার জানা নেই। তবে ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply