১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১৭/ রবিবার
মে ১৯, ২০২৪ ৩:১৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর অনুরোধেও সরলেন না বিদ্রোহী পেয়ারু!

     

একাদশ সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা স্বতন্ত্র ও দলের বিদ্রোহ প্রার্থী হয়েছেন, তাঁদেরকে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে  অনুরোধ জানিয়ে খোলা চিঠি দিয়েছেন অাওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দলের সর্বোচ্চ নেতার খোলা চিঠি পেয়েও ভোটের মাঠেই অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছেন ফটিকছড়ির এ টি এম পেয়ারুল ইসলাম। অাজ ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেও তাঁর মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি তিনি। বরং, তাঁর সম্ভাব্য প্রতীক “অাপেল” এর সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তাঁর কর্মি-সমর্থকরা।

নবম সংসদ নির্বাচনে নৌকা পেয়েও বিএনপির প্রার্থী সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে পরাজিত হন তিনি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply