১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১১/ রবিবার
মে ১৯, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ

পটিয়া শাহ্ মালেকীয়া দরবার শরীফে মিলাদুন্নবী (দ.) মাহফিল

     

 

বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী হযরত মুহাম্মদ মুস্তফা (দ.) এ ভূবনে শুভ আগমন উপলক্ষে পটিয়া মনসা শাহ্ মালেকিয়া দরবার শরীফে সম্প্রতি দরবার শরীফে মিলাদুন্নবী (দ.) মাহফিল দরবার শরীফের সাজ্জাদানশীন নায়েবে গাউছে মুখতার হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল-মালেকী আল-জিলানী শাহ (মা.জি.আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া হযরত ছিকন খলিফা ছিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, ছোবহান আলীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা হাসানুল হক নঈমী কাদেরী, আনোয়ারা হযরত আবু বক্কর সিদ্দিক (র.) শাহ্ মালেকিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মাবুদ আলকাদেরী, মাওলানা মুজিবুর রহমান আলকাদেরী, মাওলানা হেলাল উদ্দিন আলকাদেরী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাওলানা মাহমুদুল হক আলকাদেরী, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা মুহাম্মদ নুর খান, মাওলানা আবু তাহের শামস্ প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, পবিত্র কোরআনের ধারক ও বাহক বিশ্ব জাহানের মুক্তির দিশারীর আগমনে ধন্য হয়ে ছিল সমগ্র মাখলুকাত। মুখ থুবড়ে পড়েছিলো দীর্ঘকালের যাবতীয় অন্ধকার এবং বিকশিত হয়েছিল সত্য ও সুন্দর হেদায়তের সমুজ্জ্বল রশ্নি। রাসুল পাক (দ.) বহন করে এনেছেন বিশ্ব মানবতার জন্য চির নাজাতের পয়গাম। তাঁরই উছিলায় সৃষ্টি হয়েছে মানব-দানব, জ্বীন ফেরেস্তা, আকাশ-বাতাশ, আরশ-কুরসি, লওহ্-কলম। এককথায় সমৃদয় সৃষ্টিজগৎ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply