২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩২/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:৩২ পূর্বাহ্ণ

যশোরে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক

     

বেনাপোল প্রতিনিধি 

যশোরের চাঁচড়ার মোড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নত মানের বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা এবং কাশ্মীরি শাল চাদরসহ ১ টি পিকআপ আটক করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ নভেম্বর ২০১৮ তারিখ আনুমানিক ৩ ঘটিকার সময় যশোরের চাঁচড়ার মোড়ে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় উন্নত মানের বিপুল পরিমাণে শাড়ী, লেহেঙ্গা এবং কাশ্মীরি শাল চাদরসহ ১ টি পিকআপ আটক করা হয়। চোরাচালানী এসব মালামালের আনুমানিক মূল্য ১,২০,২২,৫০০/- (এক কোটি বিশ লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল যশোর কোতয়ালী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়া চলছে ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply