২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:০৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৯:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের জনগণের জয় হবেই – ড.কামাল

     

সিলেট প্রতিনিধি

বাংলাদেশের জনগণের জয় হবেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের মালিকানা ফিরিয়ে আনা হবে। এই আন্দোলন হবে ঐক্যবদ্ধ। সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত মালিক জনগণ।দেশের মানুষ দেশের মালিকানা থেকে বঞ্চিত। এ কারণে জনগণের ঐক্য অপরিহার্য। সবাইকে এসে বলতে হবে সুষ্ঠু নির্বাচন চাই। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সহজ নয়। শক্তভাবে তা ফিরিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ দেশের মালিকানা মানুষ ফিরে পাবেন। আমরা ক্ষমতায় আসবো। জনগণকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করবো। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

 আজ বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান ড. কামাল হোসেন।

সমাবেশে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই, তফসিল ঘোষণার পূর্বে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সংসদ বাতিল করুন। এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করুন। তিনি বলেন, আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকের সমাবেশে এই বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করেছে এই দেশের মানুষ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায়। আন্দোলনের জন্য ত্যাগ করতে প্রস্তুত। শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্ব, জেলার সাধারণ সম্পাদক আলী আহমেদ ও মহানগর নেতা আজমল বখত সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্যের অন্যতম নেতা সুলতান মো. মনসুর, ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, বিএনপির মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, ইনাম আহমেদ চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, ফজলুর রহমান, খন্দকার আব্দুল মোক্তাদির, ফজলুল হক আসপিয়া, এনামুল হক চৌধুরী, এম এ হক, তাহমিনা রুশদি লুনা, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, আওম শফিকউল্লাহ, একে এম জগলুল হায়দার আফ্রিক, জেএসডির তানিয়া রব, আবদুল মালেক রতন, ইস্কান্দার হায়দার চৌধুরী, বেলায়েত হোসেন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জিল্লুর রশীদ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আবম মোস্তফা আমিন, ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ  রকীব, খেলাফত মজলিশের অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের শাহীনুর পাশা চৌধুরী, কলাণ পার্টির এম এম আমিনুর রহমান, বৃহত্তর সিলেটের সাবেক সাংসদ শাম্মী আখতার, কলিমউদ্দিন আহমেদ মিলন, দিলদার হোসেন সেলিম, জিকে গউস, বিএনপির জেলা সভাপতি আবদুল কাহের চৌধুরী শামীম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা সাধারণ সম্পাদক আলী আহমেদ প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply