২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

সৌদি বাদশাহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

     

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজকীয় প্রাসাদে শেখ হাসিনার সঙ্গে বাদশাহ সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্ন ভোজে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে বলে শেখ হাসিনা সাংবাদিকদের জানিয়েছেন। সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। খুব ভালো আলোচনা হয়েছে। সৌদি বাদশাহকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশে সফরে আসবেন।”

সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান প্রধানমন্ত্রী। তার এই সফরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মক্কায় ওমরাহ পালন করবেন। সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।এবিনিউজ থেকে

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply