২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৫৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

বিএনপিকে সঙ্গে নিয়ে ড. কামালের জোট, বাদ বি চৌধুরী

     

 ঢাকা অফিস
 আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামে জোটের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তা কামাল হোসেন এই ঘোষণা দেন। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী এই সংবাদ সম্মেলনে ছিলেন না। আজ বিকালে ড. কামালের বাড়ি গিয়ে তাকে না পেয়ে বি চৌধুরীর বাড়িতে আলাদা সংবাদ সম্মেলন করে ঐক্য প্রক্রিয়া বিনষ্টের জন্য গণফোরাম সভাপতিকেই দায়ী করেন।
বিকল্প ধারার মহাসচিব মাহি বি চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা মনে করি, ঐক্যটা না হওয়ার পেছনে কাদের ষড়যন্ত্র রয়েছে, তা পরিষ্কার হয়ে গেল।সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ঘোষণা পড়ে শোনান মান্না।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply