২০ মে ২০২৪ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫৩/ সোমবার
মে ২০, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

বেনাপোল সীমান্তে ৫ টি স্বর্নের বারসহ আটক-১

     

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ০৫ টি (৫শ’ গ্রাম) স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম (২৭) নামে এক চোরাকারবারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল দল। শুক্রবার সকালে সীমান্তের বারপোতা বাজার পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল বেনাপোল পোর্র্ট থানার পুটখালী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রঘুনাথপুর বিওপি’র হাবিলদার আব্দুল মতিন’র নেতৃত্বে একটি টহল দল বারপোতা বাজার পাঁকা রাস্তার উপর থেকে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে ০৫ টি (৫’শ গ্রাম) স্বর্ণের বারসহ শফিকুলকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২১ লক্ষ ৫০ হাজার টাকা। পরে আটককৃত আসামীকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার (উপ-সহকারী পরিদর্শক) রিপন দাস জানান, বিজিবি সদস্যরা স্বর্ণসহ আটককৃত আসামী শফিকুলকে পোর্ট থানায় সোপর্দ করেছেন। শনিবার সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply