২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:০৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৯৪ জন নৌ সদস্যের ঢাকা ত্যাগ

     

 

ঢাকা, ১২ জুলাই ২০১৮

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৪ এ যোগদানের উদ্দেশ্যে ৯৪ জন নৌসদস্যের প্রথম গ্রুপ বুধবার (১১-০৭-২০১৮) মধ্যরাতে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। আগামী ১৯ জুলাই ২০১৮ তারিখে দ্বিতীয় গ্রুপে আরও ১০৬ জন নৌ সদস্য ফোর্স মেরিন ইউনিট-৪ এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবে। নৌবাহিনীর উক্ত ইউনিট দক্ষিণ সুদানের নদী পথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি স্থানীয় বেসামরিক ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানসহ জরুরী পরিস্থিতিতে ডুবুরী সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বর্তমানে লেবানীজ জলসীমায় টহলের কাজে নিয়োজিত রয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply