২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

ইয়াবা ব্যবসায়ীদের দেখা মাত্র গুলি করার দাবিতে উখিয়ায় মানববন্ধন

     

ইয়াবা ব্যবসায়ীদের ‘জাতীয় শত্রু’ ঘোষণা করে দেখা মাত্র গুলি করার দাবি জানিয়ে এক মানববন্ধন সমাবেশ করেছে ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার বিকালে উখিয়া স্টেশনে আয়োজিত এক বিশাল মানববন্ধনসমাবেশে বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেনইয়াবার কবলে আজকের যুব সমাজ ধ্বংসের পথে। সব শ্রেণীপেশার মানুষ ইয়াবা আসক্ত হয়ে পড়েছে। দ্রুত এর বিস্তার ঘটে চলেছে। আমাদের ভবিষ্যত হয়ে পড়েছে অন্ধকারাচ্ছন্ন। জাতিকে এ অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে এখনই ইয়াবাসহ মাদক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সময় পেরিয়ে গেলে আফসোস করা ছাড়া কোন উপায় থাকবে না। মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আ’লীগের সহসভাপতি ও মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রধান পৃষ্ঠপোষক শাহ আলম চৌধুরী রাজা, বিশেষ অতিথি ছিলেন উখিয়াটেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম। আরো বক্তব্য দেন টেকনাফ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর, কক্সবাজার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন, উপজেলা আ’লীগ নেতা যথাক্রমে গিয়াস উদ্দিন চৌধুরী, রশিদ আহমদ, আবুল কাশেম বাবুল, মাস্টার শামসুল আলম ভুলু, মাস্টার হামিদুল হক, মুক্তিযোদ্ধা আবু, মো. কালু, রাজা মিয়া মেম্বার, আবুল ফজল, রাজাপালং ইউনিয়ন সভাপতি মোছলেহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোছন, নুর মোহাম্মদ শেখর, আবুল হোসেন আবু, শাহজাহান সাজু, মাসুদ আমিন শাকিল, মোহাম্মদ শাহজাহান, ছব্বির আহমদ বাবুল, পারভেজ ও বেলাল উদ্দিন প্রমূখ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply