২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৯:১৬ পূর্বাহ্ণ

শাহ মালেকীয়া দরবার শরীফে ইফতার মাহফিলে জিলানী শাহ্

     

পটিয়া মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রজমানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত ৩০ মে পটিয়া মন্সা শাহ্ মালেকীয়া দরবার শরীফ পাক পঞ্জেতন নূর জামে মসজিদে দরবার শরীফের সাজ্জাদানশীন নায়েবে গাউছে মুখতার গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল মালেকী আল জিলানী শাহ (মজিআ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন ছোবহানীয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আলহাজ্ব মাওলানা হারুনুর রশিদ। বিশেষ আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ আহম্মদ আল কাদেরী, মুহাম্মদ আবুল কালাম তানভীর, মাওলানা এমদাদুল হক মুনিরী, হযরত আবু বকর সিদ্দীক (রা.) ও শাহ্ মালেকীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মাবুদ আলকাদেরী, পশ্চিম গুমদন্ডী ইসলামী সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন তৈয়বী। উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মাহমুদুল হক, মাওলানা মুজিবুর রহমান আলকাদেরী, মাওলানা ইয়াছিন আনসারী আল মাদানী, মাওলানা আব্দুল হাই আলকাদেরী প্রমুখ। মাহফিলে সভাপতির বক্তব্যে জিলানী শাহ্ বলেন- ধনী গরীব সকলের মাঝে পারস্পরিক সম্প্রতি, ভাতৃত্ববোধ, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস মাহে রমজান। এমাসে মহান আল্লাহর নৈকট্য শান্তি, তাকওয়া অর্জনে অপূর্ব সুযোগ এনে দেয়। সর্বস্তরে ধর্য ও সংযম প্রদশর্নের মাধ্যমে রমজানের মহান শিক্ষা সমাজের সর্বস্তরের মাঝে ছড়িয়ে দিতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply