৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৯/ বুধবার
মে ৮, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

জেলা পর্যায়ের শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা’

     

ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা’২০১৬ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও ইফা. বিভাগীয় কার্যালয় মিলনায়তনে ১২ এপ্রিল ২০১৭ সকাল ০৯ টা থেকে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তরা বলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এ ধরণের প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা, মেধা ও মনন বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। ইসলামের যে একটি সুন্দর ও সর্বজন গ্রহনীয় সংস্কৃতি রয়েছে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। শিশু-কিশোরদের ইসলামের সংস্কৃতির সাথে পরিচিতি ও অনুপ্রাণিত করতে এ ধরণের প্রতিযোগিতা দেশের প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে এবং প্রতিটি প্রতিষ্ঠানে আয়োজন করা উচিত। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। ফিল্ড সুপারভাইজার জনাব জয়নাল আবেদিনের সঞ্চালনায় স্বাক্ষগত বক্তব্য রাখেন ইসলামিক ফঅউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উপ-পরিচালক জনাবা ফাহমিদা বেগম, বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক বোরহান উদ্দীন মোঃ আবু আহসান। অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় অংশগ্রহণকারী প্রতিযোগিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজয়ীদের আগামী ২৪এপ্রিল’১৭ তারিখ সোমবার অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভাল ফলাফলের জন্য আরও অনুশীলন ও পরিচর্যার উপদেশ প্রদান করেন। চট্টগ্রাম জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা এবং মহানগরের বিভিন্ন থানা থেকে আগত প্রতিযোগিগণ কিরাআত, হামদ/না’ত, উপস্থিত বক্তৃতা, আযান, রচনা, কবিতা আবৃত্তি ও ইসলামী জ্ঞান এ ৭টি বিষয়ে ৩টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরিশেষে দেশের সার্বিক সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফিল্ড সুপারভাইজার মাওলানা সৈয়দ গোলাম ছোবহান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply