২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৬/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

ল্যাবরেটরী কলেজ এর গভর্ণিং বডির সভাপতি হলেন রেজাউল কবির

     

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক অধ্যক্ষ ড. মোঃ রেজাউল কবিরকে আগামী ৩ বছরের জন্য চট্টগ্রাম ল্যাবরেটরী কলেজ এর গভর্ণিং বডির সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি বিগত ২৭ বছর ধরে চট্টগ্রামস্থ ইসলামিয়া কলেজ এর অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন কালে তাঁর দক্ষতা, সততা ও আন্তরিক প্রচেষ্টায় নাম সর্বস্ব উচ্চ মাধ্যমিক পর্যায়ের এ কলেজকে ৯টি বিষয়ে অনার্স ও ৩টি বিষয়ে মাস্টার্স এবং প্রফেশনাল বিবিএ এবং এমবিএ কোর্স চালুকরণের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে সর্ববৃহৎ বেসরকারী কলেজে উন্নীত করেন। এর পূর্বে তিনি চকরিয়া কলেজের অধ্যক্ষ থাকাকালে শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ হিসাবে জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি বাঁশখালী আলাওল কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘ ৯ বছর দায়িত্ব পালন করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে অবদান রাখেন। তিনি লোহাগাড়াস্থ বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি। এই কলেজেও তিনি ৭টি বিষয়ে অনার্স ও ৩টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং উভয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের প্রতিনিধি নির্বাচিত হন। বিশিষ্ট এ শিক্ষাবিদ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকান্ডে জড়িত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেবামূলক প্রতিষ্ঠান আই.ডি.এফ., আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, আল হেকমা এডুকেশন ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সহ-সভাপতি। তিনি ড. রেজাউল কবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply