২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৭/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

আজ বড়াইবাড়ী দিবস

     

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি 
আজ ১৮ এপ্রিল বড়াইবাড়ী দিবস। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত সংঘর্ষের ১৭তম বর্ষপূর্তি আজ। ২০০১ সালের এই দিনে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) বড়াইবাড়ী গ্রামে ঢুকে নারকীয় তান্ডব চালায়। জ্বালিয়ে দেয় ৮৮টি বাড়ি। অকুতোভয় বিডিআর (বর্তমান বিজিবি) ও গ্রামবাসীদের মিলিত প্রতিরোধে শেষ পর্যন্ত পিছু হটে বিএসএফ।
এ সংঘর্ষে নিহত হয় বাংলাদেশের তৎকালীন তিন বিডিয়ার (বিজিবি) সদস্য। ভারতীয় পক্ষে নিহত হয় ১৬ বিএসএফ সদস্য। আহত হয় গ্রামের নারী শিশুসহ অনেকে। সেই থেকে ঐতিহাসিক এই দিনটি পালিত
হয় ‘বড়াইবাড়ী দিবস’ হিসেবে। আজ দিবসটি পালনের উদ্দেশ্য দিনভর বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। বড়াইবাড়ী গ্রাম কুড়িগ্রাম জেলা শহর থেকে ৪৫ কিলোমিটার এবং রৌমারী উপজেলা সদর থেকে
দক্ষিণ পূর্ব দিকে ১০ কিলোমিটার দূরে। ভারতের আসাম সীমান্ত ঘেষা ২২৬ একর জমি নিয়ে বড়াইবাড়ী গ্রাম। এই সংঘর্ষে নিহত বিডিআর সদস্যরা হলেন ৩৩ রাইফেলস্ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস্ ব্যাটালিয়নের
সিপাহী আব্দুর কাদের। এ ঘটনার ১৫ বছর অতিক্রান্ত হলেও এই গ্রামে ঢুকলে এখনও অনেকে মানুষকে তাবুতে বাস করতে দেখা যায়। অনেকের ঘরের চালে পোড়া টিনের মতো মনেও দগদগে ক্ষত আজও আছে। এই সীমান্তের মানুষের আতংক এখনও
কাটেনি। এখনও তারা সেই দুঃসহ স্মৃতির কথায় আঁতকে উঠে। নিরাপত্তাহীনতা ও আতংক উৎকণ্ঠায়, সরকার, রেড ক্রিসেন্ট ও এনজিও’র দেয়া সহায়তা নিয়ে কোন রকম
মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে অনেকে। এখনও সীমান্ত ঘেষা জমিগুলোতে ভয়ে আবাদ করতে যেতে পারেন না গ্রামবাসীরা। তাদের দাবি সরকারি আশ্বাসের বাস্তবায়ন ও নিশ্চিত নিরাপত্তা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply